ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

প্রথম দিনটি প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
প্রথম দিনটি প্রোটিয়াদের ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টর প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে দক্ষিন আফ্রিকা। ডিন এলগারের সেঞ্চুরি ও ফাফ ডু প্লেসিসের ‍অপরাজিত ৯৯ রানের উপর ভর করে প্রোটিয়াদের সংগ্রহ দুই উইকেটে ২৭০ রান।

অন্য ব্যাটসম্যান হিসেবে ১৭ রানে অপরাজিত আছেন হাসিম আমলা।

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবীয়রা অধিনায়ক দিনেশ রামদিন। তবে সফরকারিদের সিদ্ধান ভূল প্রমাণ করে দারুণ ব্যাট করতে থাকে আমলা বাহিনী।

ওপেনিং জুটিতে ৪৭ রান করার পর আলভেরো পিটারসন ব্যক্তিগত ১৭ রানে আউট হলেও দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৯ রান করেন এলগার ও ডু প্লেসিস। তবে ১৮টি চারের সাহায্যে ১২১ রান করার পর কেনরয় পিটারসের বলে আউটন হন এলগার।

তবে দিনের বাকি সময় কিছুটা ধীর গতিতে হলেও দেখেশুনে খেলে দিন শেষ করেন অপরাজিত দুই ব্যাটসম্যান ডু প্লেসিস ও আমলা।

প্রথম টেস্ট জিতে সিরিজে ইতিমধ্যে ১-০ তে এগিয়ে আছে দ.আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।