ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

ব্যাটসম্যানদের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
ব্যাটসম্যানদের বিশ্বকাপ

মুম্বাই: অনেক দিন ধরেই বিশ্বকাপে ওভার প্রতি রানের গড়টা চার এর আশেপাশেই ঘুরছিলো। কিন্তু এবারের বিশ্বকাপে রানের গড় অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে।

বিশ্বকাপে প্রথমবারের মতো ওভার প্রতি পাঁচ এরও বেশি রান নিয়েছেন ব্যাটসম্যানরা।

উপমহাদেশের মাটিতে অনুষ্ঠিত সদ্যসমাপ্ত বিশ্বকাপ বোলারদের কি পরিমাণ দুর্গতি বয়ে এনেছিলো সেটা রান রেটের হার দেখলেই স্পষ্ট হবে।   বোলাররা ওভারপ্রতি রান দিয়েছেন পাঁচেরও বেশি (৫.০৩)। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আগের বিশ্বকাপে যেটা ছিলো ৪.৯৫ এ।

প্রথম দুটি বিশ্বকাপে ওভারপ্রতি তিন’র বেশি রান হয়। পরের বিশ্বকাপগুলিতে যেটা চার’র ঘরে উন্নীত হয়। তবে উইকেট প্রতি রানের গড়টা প্রতি বিশ্বকাপেই প্রায় ধারাবাহিকভাবে ২৯ এর আশে রয়েছে।

১৯৭৫ থেকে ১৯৮৩ প্রথম তিনটি বিশ্বকাপে ৬০ ওভারের প্রতি ইনিংসে খেলা হতো। যেটা পরে কমিয়ে ৫০ ওভারে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।