ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

দলকে সান্ত্বনা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১
দলকে সান্ত্বনা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

কলম্বো: বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটারদের। শিরোপা জিততে না পারায় দুঃখ ও হতাশার মধ্যদিয়েই কাটছে প্রতিটি প্রহর।

অবশেষে তাদের সান্ত্বনা দিতে এগিয়ে এলেন শ্রীলঙ্কা প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।

“দলকে নিয়ে আমরা গর্ব করতে পারি। সামনে এগোনোর পথে শ্রীলঙ্কা তোমাদের পাশে থাকবে। ”  রোববার দেশের ফেরার পর দলের উদ্দেশ্যে পাঠানো বার্তায় রাজাপাকসে এ কথা বলেন।

শনিবার ফাইনাল খেলা দেখতে প্রেসিডেন্ট মুম্বাই গিয়েছিলেন। দল হারার পর ওই রাতেই দেশে ফিরে আসেন তিনি। প্রেসিডেন্টের মুখপাত্র বান্দুলা জয়াসেকারা এএফপিকে জানান একথা জানান।

বান্দুলা বলেন,“শ্রীলঙ্কাকে ফাইনাল পর্যন্ত টেনে নিতে পারায় দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট। ”

এর আগে দলের কৃতী তারকা এবং টেস্ট ও ওয়ানডেতে সর্বাধিক উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরনের প্রতি সম্মানার্থে দলকে শিরোপা জয়ের আহ্বান জানান রাজাপাকসে। প্রসঙ্গত, বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মুরালিধরন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।