ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ভারতকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১
ভারতকে জরিমানা

মুম্বাই: বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় স্লো ওভাররেটের কারণে ভারতকে জরিমানা করেছে আইসিসি।  

ভারতকে বেঁধে দেওয়া সময়ে এক ওভার কম বোলিং করায় খেলা শেষে মহেন্দ্র সিং ধোনি বাহিনীকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করেন আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।



আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, বরাদ্দকৃত সময়ের পরে প্রতি ওভার বোলিংয়ের জন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ হারে জরিমানা করা হয়ে থাকে। তবে অধিনায়কের ক্ষেত্রে জরিমানার হার খেলোয়াড়দের দ্বিগুণ। সেক্ষেত্রে অধিনায়ক ধোনিকে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হবে।

এরই মধ্যে ভারত আইসিসির আর্থিক দন্ড কোনো শুনানি ছাড়াই মেনে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, এপ্লিল ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।