ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

দক্ষিণ আফ্রিকায় স্পেন

স্পোর্টস ডেস্ক: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জুন ১২, ২০১০

জোহানেসবার্গ: বিশ্বকাপে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে ২০০৮এর ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপে অংশগ্রহকারী ৩২টি দেশের মধ্যে সবার শেষে পৌঁছালো তারা।



প্রায় ১০ ঘন্টার যাত্রা শেষে স্পেন ফুটবলারদের বহনকারী বিমানটি ০৯১৫ মিনিটে জোহানেসবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খেলোয়াড়রা এয়ার আইবেরিয়ার এ ৩৪০ এয়ারবাসের প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন।  

বিমাববন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারার পর বাসে করে তারা জোহানেসবার্গের ১৩৫ কিমি দক্ষিণের শহর পচেফস্ট্রুমে নিজেদের অনুশীলন ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবেন স্পেন ফুটবলাররা।

গ্রুপ ‘এইচে’ স্পেন  খেলবে সুইজারল্যান্ড, হন্ডুরাস ও চিলির সঙ্গে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৩ ঘ. ১০ জুন ২০১০
এএইচএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।