ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় ভারোত্তলনে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১

ঢাকা: জাতীয় ভারোত্তলন প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন সেনাবাহিনীর আব্দুল ওহাব। ৭৭ কেজি ওজন শ্রেণীতে তিনি মোট ২৩৮ কেজি ভারোত্তলনে সক্ষম হন।

প্রতিগোতিায় দলগত বিভাগেও চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী।

জাতীয় ক্রীড়া পরিষদ  জিমনেসিয়ামে ৩২তম জাতীয় সিনিয়র, ১৩তম জাতীয় জুনিয়র এবং ৯ম জাতীয় মহিলা ভারোত্তোলন প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শুক্রবার আধিপত্য দেখান সেনাবাহিনীর প্রতিযোগিরা।

৬৯ কেজি ওজন শ্রেণী বিভাগে আবুল কালাম আজাদ, ৭৭ কেজি বিভাগে আব্দুল ওহাব, ৮৫ কেজি বিভাগে পরিতোষ চাকমা, ৯৪ কেজি বিভাগে দিনেশ চন্দ্র রায়, ১০৫ কেজি বিভাগে মোহাম্মদ শহীদুল্লাহ ও ১০৫ কেজি উর্ধ্ব বিভাগে কালিপদ দেবনাথ প্রত্যেকেই সেনাবাহিনীর পক্ষে শিরোপা জিতে নেন।

মেয়েদের বিভাগের দ্বিতীয় দিনের খেলায় দুটি বিভাগেই শিরোপা জেতে আনসারের প্রতিযোগীরা। ৪৮ কেজি ওজন শ্রেণী বিভাগে মোল্লা সাবেরা ও ৫৩ কেজি বিভাগে ফুলপতি চাকমা চ্যাম্পিয়ন হন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা,  এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।