ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় যুব কাবাডি শুরু রোববার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০

ঢাকা: এ্যাটমাই প্রোডাক্টস জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা রোববার মাঠে গড়াচ্ছে। একযোগে আটটি আঞ্চলিক ভেন্যুতে ২৯টি জেলা দলকে নিয়ে প্রাথমিক পর্বের খেলা হবে।



প্রতি ভেন্যুতে চ্যাম্পিয়ন দলকে নিয়ে ২৯ ও ৩০ জুলাই কাবাডি স্টেডিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা হবে।

ভেন্যুগুলো হলো ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, পিরোজপুর, রংপুর, নওগাঁ ও কুমিল্লা।

এ উপলক্ষ্যে শুক্রবার কাবাডি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতার মোট বাজেট ধরা হয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকা। পুরো টাকাই দিচ্ছে টুর্নামেন্ট স্পন্সর এ্যাটমাই প্রোডাক্টস। চ্যাম্পিয়ন দলকে নগদ ২০ হাজার ও রানার্স আপদের ১০ হাজার টাকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মুনীর হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, জুলাই ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।