ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি আবাহনী- মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০

ঢাকা: চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিংয়ের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থেকেই প্রিমিয়ার বিভাগ হকিতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড। ড্র করলেই শিরোপা তুলবে মোহামেডান।

কিন্তু ছেড়ে কথা বলবে না আবাহনীও।

‘বিগ’ ম্যাচকে ঘিরে প্রস্তুত উভয় শিবিরই। তবে শক্তির বিচারে কিছুটা হলেও এগিয়ে থাকবে সাদা-কালোরা। শক্তি বৃদ্ধির জন্য তারা এরই মধ্যে উড়িয়ে এনেছে মালয়েশিয়া জাতীয় দলের খেলোয়াড় চুয়া বুনকে। যিনি কাব কাপের ফাইনালেও খেলেছেন মোহামেডানের পক্ষে।

আবাহনী আগেই পাঁচজন বিদেশী খেলোয়াড় এনে কোটা পূরণ করে ফেলায় নতুন কাউকে আনতে পারছেন না। তাদের হয়ে খেলছেন পাঁচ পাকিস্তানী সোহেল আব্বাস, মোদাচ্ছের আলী, মোহাম্মদ জাভেদ, তারিক আজিজ ও গোলরক্ষক নাসির আহমেদ।

অন্যদিকে জাতীয় দলের নতুন-পুরোনো খেলোয়াড়দের নিয়ে গড়া মোহামেডান লিগে খেলাচ্ছে তিন পাকিস্তানী মোহাম্মদ সাব্বির, সাকলায়েন ও মোহাম্মদ আতিককে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে কিছুটা হলেও দুুচিন্তায় তারা। সমর্থকদের আশ্বস্ত করতে চুয়া বুনকে নিয়ে এসেছে সাদা-কালোরা।

তবে মোহামেডানের হকি সম্পাদক সাজেদ আদিল গুরুত্বপূর্ণ ম্যাচটি নিয়ে কোনো টেনশনের কথা অস্বীকার করে বলেন,‘‘দক্ষতা অনুযায়ী খেলতে পারলে আমরাই জিতবো ইনশাল্লাহ্। ’’

কোচ বরকত উল্লাহ চপলও জয়ের ব্যাপারে আশাবাদি তবে প্রতিপক্ষকেও সমীহ করছেন তিনি। বলেন,‘‘জয়ের জন্যই মাঠে নামবো আমরা। টিম ইউনিটি-ই আমাদের মূল শক্তি। অন্যদিকে আবাহনী শক্তিশালী দল। সেটাই আমাদের দুর্বল দিক। ’’
 
এদিকে আবাহনী কোচ কাউছার আলিও জয়ের ব্যাপারে আস্থাশীল। তিনি বলেন,‘‘আমাদের হারানোর কিছু নেই। তাই খেলোয়াড়রাও নির্ভার হয়েই মাঠে নামবে। ’’

১২ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৩৬। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩৩। সেক্ষেত্রে লিগের শেষ ম্যাচে আবাহনী জিতলে দুদলের পয়েন্ট সমান হয়ে যাবে। শিরোপা নির্ধারণের জন্য তখন প্লে-অফ ম্যাচে খেলতে হবে ঘরোয়া হকি লিগের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।

শনিবার বিকেল চারটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে আবাহনী খেলবে মোহামেডানের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, জুলাই ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।