ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ইউরোপা লিগে নিষিদ্ধ স্প্যানিশ কাব মালোর্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০
ইউরোপা লিগে নিষিদ্ধ স্প্যানিশ কাব মালোর্কা

নিও: অর্থনৈতিক শর্ত পূরণ করতে না পারায় ২০১০ থেকে ২০১১ সালের ইউরোপা লিগে স্প্যানিস কাব রিয়াল মালোর্কাকে নিষিদ্ধ করেছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে উয়েফা।



বেশ কিছু দিন ধরেই অর্থনৈতিক সংকটে পড়েছে কাবটি। স্প্যানিশ গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী কাবটির ঋণের পরিমাণ ৫০ থেকে ৬০ মিলিয়ন ইউরো।

উয়েফা’র নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা পরিষদ জানায়, শর্ত পূরণ করতে না পারায় ইউরোপা লিগে খেলতে পারবে না মালোর্কা।

স্প্যানিশ এই কাবটির আংশিক মালিক স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।