ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

নেইমারের জোড়া গোলে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১
নেইমারের জোড়া গোলে ব্রাজিলের জয়

লন্ডন: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। নেইমারের জোড়া গোলে সোমবার তারা ২-০ গোলে উড়িয়ে দেয় স্কটল্যান্ডকে।



আর্সেনালের মাঠ এমিরেটসে ৪২ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন সান্তোসের ফরোয়ার্ড নেইমার। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো ব্রাজিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি। তাই লিয়ান্দ্রো দামিয়োর হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৭৭ মিনিটে স্কটল্যান্ডের রক্ষণদুর্গে বল নিয়ে হাঁনা দেন নেইমার। তাকে অবৈধভাবে ধাক্কা দেন প্রতিপক্ষের চার্লি অ্যাডাম। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিশানাভেদ করেন ১৯ বছর বয়সী নেইমার।

খেলার বাকি সময় গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে মানো মেনেজেসের দল। এপর্যন্ত দশবারের সাক্ষাতে স্কটল্যান্ডের বিপক্ষে হার নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।