ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

প্রথম দুই ওয়ানডেতে ডাক পেলেন সফিউল

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
প্রথম দুই ওয়ানডেতে ডাক পেলেন সফিউল সফিউল ইসলাম

ঢাকা: বসুন্ধরা সিমেন্ট  পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের জন্যে দলে জায়গা পেয়েছেন পেসার সফিউল ইসলাম।  

 ওয়ানডে সিরিজের প্রত্যেকটি ম্যাচই হবে ডে নাইট।

  সেক্ষেত্রে  রাতে ডিউ ফ্যাক্টরের কারণে স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা  হতে পারে। এই কারণেই  একজন পেসার বেশি  স্কোয়াডে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।

 শেষ টেস্টে  ভালো পারর্ফম্যান্স করেই ওয়ানডে দলে জায়গা করে নিলেন এই পেসার।   শুধু পেস  বোলিং নয় দলের প্রয়োজনে ব্যাট হাতে অবদান রাখার সামর্থ্য রয়েছে তার।

ওয়ানডেতে ২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে  সফিউলের ডেব্যু হয়েছিল। এই পর্যন্ত  ক্যারিয়ারে ৫১ টি ম্যাচ খেলে ৫৮ উইকেট  শিকার করেছেন এই পেসার।

বাংলাদেশ সময় ১৭৪৮ ঘন্টা, ২০ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।