ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট বাজে ভাবে হারলেও দ্বিতীয় ম্যাচে  ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড।

স্কোর: নিউজিল্যান্ড-৪০৩
পাকিস্তান-৩৪/২(১৯.০)

আগের দিনের তিন উইকেটে ২৪৩ রান নিয়ে দিন শুরু করে কিউইরা।

কিন্তু দলীয় ২৪৫ রানের মাথায় কোরি এন্ডারসন এবং আগের দিনের সেঞ্চুরিয়ান টমাস  ল্যাথামের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড।

তবে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত  ৪০৩ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে চার উইকেট নেন  জুলফিকার বাবর।

নিজেদের প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দ্রুতই দুই উইকেট তুলে নিয়ে কিউই বোলাররা  ব্যাকফুটে ঠেলে দিয়েছে পাকিস্তানকে, শান মাসুদকে ১৩ রানে সরাসরি বোল্ড করেন লেগ স্পিনার ইশ শোধি। আর দীর্ঘদিন পরে দলে ফেরা তৌফিক উমরও ১৬ রানে আউট হয়েছেন মার্ক ক্রেইগের বলে। দিন শেষে পাকদের সংগ্রহ দুই উইকেটে ৩৪ রান। চার রান করে ব্যাটিংয়ে আছেন আজহার আলী ও আর এক রানে অপরাজিত ইউনুস খান।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ১৮ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।