ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপের পর শচীনের শতকের শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১
বিশ্বকাপের পর শচীনের শতকের শতক

করাচি: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ৩০ মার্চ মোহালির ওই ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, শচীনসহ ভারতের অন্যান্য ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে দেবেন  না তারা।

এজন্য শতকের শতক হাঁকানোর জন্য অপেক্ষা করতে হবে শচীন টেন্ডুলকারকে।

টেস্ট (৫১) ও একদিনের (৪৮) ম্যাচ মিলিয়ে শচীনের শতক ৯৯টি। আর একটি শতক পেলেই প্রথম ক্রিকেটার হিসেবে লিটল মাস্টার পূর্ণ করবেন শতকের শতক।

মোহালির মহারণের আগে আফ্রিদি বলেন,“এটা হচ্ছে ক্রিকেট। উভয় দলই জয় চাইবে। দলের সাম্প্রতিক ফর্মে আমি আশাবাদী, ভারতকে হারাবো আমরা। ”

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।