ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

পাকিস্তানের মুখোমুখি আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১
পাকিস্তানের মুখোমুখি আয়ারল্যান্ড

বেলফাস্ট: দশম বিশ্বকাপে দারুণ খেলেছে আয়ারল্যান্ড। আছে ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে জয়।

উজ্জীবিত আইরিশরা এবার মুখোমুখি হবে পাকিস্তানের। আগামী মে মাসে নিজেদের মাঠে শহীদ আফ্রিদিদের বিপক্ষে দুটি একদিনের ম্যাচ খেলবে দলটি।

২৭ ও ২৯ মে ‘র দুটি ম্যাচই হবে বেলফাস্টে। পাকিস্তানের সঙ্গে একদিনের ম্যাচ খেলার পর জুলাইয়ে ত্রি-জাতীয় সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এতে স্বাগতিক স্কটল্যান্ড ছাড়াও অংশ নেবে শ্রীলঙ্কা।

নন-টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিশ্বকাপে চোখধাঁধানো পারফর্ম করেছে আয়ারল্যান্ড। তিন উইকেটে ইংলিশদের বধ করার পাশাপাশি বাংলাদেশ, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।