bangla news

মিলসের বিশ্বকাপ শেষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৩-২৬ ৬:১৯:০২ এএম

হামিশ বেনেটের পর চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন নিউজিল্যান্ডের পেসার কাইল মিলস। তার বদলে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন অ্যান্ডি ম্যাকেই। শনিবার এতথ্য জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মুম্বাই: হামিশ বেনেটের পর চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন নিউজিল্যান্ডের পেসার কাইল মিলস। তার বদলে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন অ্যান্ডি ম্যাকেই। শনিবার এতথ্য জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত বছর (নভেম্বর) ভারতের বিপক্ষ ম্যাচে অভিষেক হয় ৩০ বছর বয়সী অ্যান্ডি ম্যাকেই’র। কিউইদের হয়ে এ পর্যন্ত ১৩টি একদিনের ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন এই পেসার।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-03-26 06:19:02