ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

সেইল ওপেনে রানার-আপ সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১

ঢাকা: প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) এবং এশিয়ান ট্যুর কর্তৃক যৌথভাবে আয়োজিত সেইল ওপেনে রানার-আপ হয়েছেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। তিন লাখ ডলার অর্থ পুরস্কারের ওই টুর্নামেন্টে অল্পের জন্য প্রথমস্থান হাতছাড়া হয় সিদ্দিকুরের।



দিল্লি গলফ কাব মাঠে তৃতীয় পর্বে প্রথম স্থানেই উঠে এসেছিলেন সিদ্দিকুর। শুক্রবার চতুর্থ দিন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রুনাই ওপেন জয়ী এই তারকা নিকটতম প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের কিরাদেজ আফিবার্নরাতের চেয়ে এক শট পিছিয়ে পড়েন।  

প্রতিযোগিতায় আন্ডার পার ১৫ ফলাফল করে ৩২,৫০০ ডলার জিতেছেন সিদ্দিকুর।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।