ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

এবার আম্পায়ারদের কথা শুনবে দর্শক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
এবার আম্পায়ারদের কথা শুনবে দর্শক

ঢাকা: টিভি আম্পায়ার ও মাঠের আম্পায়ারদের মধ্যে গোপন কথা এবার শুনতে পাবে টেলিভিশনের দর্শকরা। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া ও দ.আফ্রিকার একদিনের সিরিজে এই নিয়ম চালু করা হচ্ছে।

আর আগামী বছর বিশ্বকাপের কয়েকটি ম্যাচেও এই নিয়ম থাকার সম্ভাবনা রয়েছে।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এক ঘোষণার মাধ্যমে জানায়, আগামী শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচ সিরিজে এই নিয়মটি সম্পর্কে যাচাই করা হবে। আর ঘরে বসে যেসব দর্শক খেলা দেখেন তারা দুই  আম্পায়ারদের কথা শুনতে পারবেন।

এ ব্যাপারে আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘দর্শকরা যেন আম্পায়ারদের আরো কাছে থেকে বুঝতে পারে সে জন্য এ নিয়ম করা হচ্ছে। আর এই নিয়মটি যদি সফলতা পায় তাহলে বিশ্বকাপেও দেয়া হতে পারে। ’

অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া আগামী সিরিজের পাঁচটি ম্যাচেই মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের নাইজেল লং ও নিউজিল্যান্ডের বিলি বাউডেন। আর টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অজি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১২ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।