ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ইংল্যান্ড দলে ইয়ার্ডির পরিবর্তে রশিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

কলম্বো: বিশ্বকাপে একের এর এক পরিবর্তন আনছে ইংল্যান্ড। বাঁহাতি স্পিনার মাইকেল ইয়ার্ডির দল থেকে সরে দাঁড়ানোয় তার পরিবর্তে আসছেন আদিল রশিদ।



হতাশা থেকে কোয়ার্টার ফাইনাল না খেলেই বৃহস্পতিবার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ইয়ার্ডি।

দলে বদলি খেলোয়াড় রশিদও একজন বাঁহাতি স্পিনার। আগামী শনিবারের মধ্যেই তাকে কলম্বোতে পাওয়ার আসা করছে ইংলিশরা। একই দিন শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। ওই ম্যাচে নাও খেলতে পারেন রশিদ।

পাকিস্তান বশোম্ভূত এই স্পিনার বর্তমানে ইংল্যান্ড লায়ন্সের পক্ষে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন। তাকে দলের নেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে জাতীয় নির্বাচক জিওফ মিলার বলেন,“পুরো শীত মৌসুম জুড়েই আমরা আদিলের উন্নতি পর্যবেক্ষণ করে আসছি। ”

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad