ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

হকিতে শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
হকিতে শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ

ঢাকা: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকির সুপার লিগের খেলায় বৃহস্পতিবার আবাহনী লিমিটেড ২-১ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। ফলে শিরোপা নির্ধারণ হবে প্রতিযোগিতার শেষ ম্যাচেই।



মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু থেকেই সোনালী ব্যাংককে কোণঠাসা করে ফেলে আবাহনী। গোল পেতেও অপেক্ষা করতে হয়নি তাদের। ১০ মিনিটে তারিক আজিজের ফিল্ড গোলে ১-০ তে এগিয়ে যায় আবাহনী। চার মিনিট বাদেই মশিউর রহমান বিপ্লবের গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে।

বিরতির আগেই এক গোল শোধ করে সোনালী ব্যাংক। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন পাকিস্তানী খেলোয়াড় রানা যুবায়ের রিয়াজ।

দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল না পাওয়ায় এক গোল ব্যবধানে এগিয়ে থেকেই জয় নিশ্চিত করে  পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আবাহনী।

শুক্রবার টুর্নামেন্টের খেলায় বিরতি। শনিবার প্রতিযোগিতার শেষ দিন। এদিন দুটি খেলা হবে। প্রথম খেলায় সোনালী ব্যাংক মুখোমুখি হবে মেরিনার্সের। অপর ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী।

১২ খেলায় আবাহনীর সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩৬। তবে শেষ খেলায় আবাহনী জিতলে দুই দলের পয়েন্টই সমান হয়ে যাবে। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে-অফ ম্যাচ খেলার প্রয়োজন পড়বে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘন্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।