ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ক্রীড়াবিদের মধ্যে আয়ের শীর্ষে টাইগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
ক্রীড়াবিদের মধ্যে আয়ের শীর্ষে টাইগার

ডেট্রোট: বিবাহবর্হিভুত সম্পর্ক নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ায় অনেক দিন মাঠের বাইরে ছিলেন গলফ সম্রাট টাইগার উডস। ক্ষুব্ধ হয়ে অনেক নামিদামি কোম্পানিই স্পনসর প্রত্যাহার করে নেয়।

এরপরেও আয় কমেনি বিশ্বসেরা এই গলফারের।

স্পোর্টস ইলাস্ট্রেড (এসআই)’র জরিপে এ বছরের সেরা ৫০ ক্রীড়াবিদের মধ্যে আয়ের শীর্ষে আছেন উডস। যদিও তাঁর মোট আয় ১০ শতাংশ কমে হয়েছে ৯০.৫ মিলিয়ন। ২০০৮ সালেও ১২৭.৯ মিলিয়ন থেকে তাঁর আয় কমে ছিলো ৪০ শতাংশ।

এছাড়া ফরবেস ম্যাগাজিনের ২০১০ সালের সেরা ৫০ অ্যাথলেটিক্সের মধ্যেও আয়ের দিক দিয়ে প্রথম স্থানেই রয়েছেন তিনি। ফরবেস জানায়, গত বছর তাঁর মোট আয় ১০৫ মিলিয়ন থেকে কমেছে মাত্র ৪.৫ শতাংশ। এ নিয়ে টানা নয় বছর ধরে শীর্ষেই আছেন তিনি।

গত বছরের নভেম্বরে গাড়ি দুর্ঘটনার পর বেরিয়ে আসে উডসের বহুগামী জীবনের অজানা অনেক কাহিনী। এ কাজের জন্য দর্শকের কাছে ক্ষমা প্রার্থনাও করেন। এরপর স্বেচ্ছা-নির্বাসন থেকে মাঠে ফিরে আসেন এ বছরের এপ্রিলে।

এদিকে টাইগারের প্রতিদ্বন্দ্বী ফিল মাইকেলসন উঠে এসেছেন তালিকার দ্বিতীয় স্থানে। তাঁর আয় ৬১.৭ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘন্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।