ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

জিম্বাবুয়ে-বিসিবি ম্যাচ ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
জিম্বাবুয়ে-বিসিবি ম্যাচ ড্র ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা: বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল সফরকারী জিম্বাবুয়ে। নাঈম বাহিনীর বিপক্ষে এ প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে।



টসে জিতে প্রথম দিনের প্রথম ইনিংসে আগে ব্যাট করেছিল জিম্বাবুয়ে। অলআউট হওয়ার আগে তারা ২৪১ রান তুলেছিল। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান আসে সিকান্দার রাজার ব্যাট থেকে। এছাড়া ৩৯ রান করেছিলেন এলটন চিগুম্বুরা।

জবাবে বিসিবি একাদশ অলআউট হওয়ার আগে তোলে ২৯৭ রান। স্বাগতিকদের হয়ে প্রথম ইনিংসে অপরাজিত থাকা ব্যাটসম্যান শুভাগত হোম করেন ৭৫ রানের ইনিংস সর্বোচ্চ রান। এছাড়া ওপেনিংয়ে নামা শামসুর রহমান করেন ৬৯, রনি তালুকদার করেন ৪৬, মার্শাল আইয়ুব করেন ৩১ রান।

সফরকারীদের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন নাতসাই শ্যাঙ্গুই। এছাড়া ৩টি উইকেট পান কামুনগোজি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ে তোলে ৫ উইকেটে ২০১ রান। দলের হয়ে ব্যাটিংটা ভালোই ঝালিয়ে নিয়েছেন সিকান্দার রাজা, এরভিন আর মাসাকাদজারা।

এরভিন দিন শেষে অপরাজিত থেকে করেন ৮৫ রান। এছাড়া রাজার ব্যাট থেকে আসে ৪৫ এবং মাসাকাদজার ব্যাট থেকে আসে ৩১ রান।

আগামী ২৫ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।