ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

খুলনার শেখ নাসের স্টেডিয়াম পরিদর্শন, সন্তুষ্ট বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
খুলনার শেখ নাসের স্টেডিয়াম পরিদর্শন, সন্তুষ্ট বিসিবি

খুলনা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম পরিদর্শন করেছেন।

এ সময় দলটি পিচ, আউটফিল্ড, প্লেয়ার ড্রেসিং রুম, প্রেসিডিয়াম বক্স, মিডিয়া সেন্টার ও গ্যালারিসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।



পরিদর্শন শেষে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন তাদের সন্তুষ্টির কথা জানান।

বিসিবি পরিচালক শেখ সোহেল, খুলনা বিভাগীয় স্টেডিয়ামের সাধারণ সম্পাদক মোর্তজা রশীদী দারা, বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, গ্রাউন্ডস কমিটির সদস্য জামাল উদ্দিন বাবু এ সময় উপস্থিত ছিলেন।

আগামী ৩ নভেম্বর থেকে শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে টেস্ট ক্রিকেট ম্যাচ শুরু হবে।  

বাংলাদেশ সময় :  ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।