ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মাশরাফিকে স্মরণ করছেন কর্মকর্তারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
মাশরাফিকে স্মরণ করছেন কর্মকর্তারা

ঢাকা: মাশরাফি বিন মুর্তজা বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর কেঁদে ছিলেন। একদিন আক্ষেপ করে বলেছিলেন ‘আমার জীবনের সব চেয়ে বড় দুঃখ দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারা’।



বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার এক ঘণ্টা পর ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের উপলব্ধি হয়েছে মাশরাফির বিশ্বকাপ দলে না থাকায় বড় ক্ষতি হয়ে গেছে। বিসিবি পরিচালক দেওয়ান শফিউল আরেফিন শনিবার বাংলানিউজকে বলেন, “সাকিব আল হাসান এবং জেমি সিডন্সের আপত্তির মুখে ১৫ সদস্যের দলে নেওয়া সম্ভব হয়নি মাশরাফিকে। ”

অনেক ক্ষোভ জমে আছে কর্মকর্তাদের মনে। বিশ্বকাপের খেলা চলতে থাকায় এতদিন বিষয়টিকে চেপে রেখেছেন প্রত্যেকে। তারা এখন মুখ খুলতে শুরু করেছেন। ধীরে ধীরে হয়তো আরো অনেক গোপন তথ্যই বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ২১০৪, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।