ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

অস্ট্রেলিয়াকে থামালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১
অস্ট্রেলিয়াকে থামালো পাকিস্তান

কলম্বো: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়রথ থামালো পাকিস্তান। টানা ৩৪ ম্যাচে জয়ের পর শনিবার গ্রুপ ম্যাচে পাকিস্তানের কাছে চার উইকেটে হারে পণ্টিং বাহিনী।

 

অস্ট্রেলিয়া: ১৭৬/১০ (৪৬.৪ ওভার)

পাকিস্তান: ১৭৮/৬  (৪১ ওভার)

ফল: পাকিস্তান চার উইকেটে জয়ী।

১৭৭ রান তাড়া করতে নেমে ৫৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের। আগে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে অসিরা।


জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার মতো পাকিস্তানও তাদের প্রথম উইকেট হারায় ১২ রানে। ব্রেট লি নিজের বলে ক্যাচ নিয়ে বিদায় বলে দেন মোহাম্মদ হাফিজকে (৫)। ৪৫ রানে দ্বিতীয় উইকেট তুলে নেয় অসিরা। লি’র বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন কামরান আকমল (২৩)। পাকিস্তান দুটি উইকেট হারায় দলীয় ৯৮ রানে। নিজের সপ্তম ওভারে বল করতে এসে লি সাজঘরে ফেরত পাঠান ইউনিস খান (৩১) ও মিসবাহ উল হককে (০)।

পাকিস্তান চতুর্থ উইকেট হারায় দলীয় ১৩৯ রানে। মিচেল জনসনের বলে স্লিপে আসাদ শফিকের (৪৬) ক্যাচ নেন শেন ওয়াটসন। তিন রান যোগ হতেই জেসন ক্রেজার বলে অধিনায়ক শহীদ আফ্রিদিও (২) বিদায় নিলে বিপদ ঘনীভূত হয়। কিন্তু সপ্তম উইকেট জুটিতে ৩৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে ভেড়ান দুই ব্যাটসম্যান উমর আকমল ও আব্দুল রাজ্জাক।

উমর আকমল ৪৪ ও রাজ্জাক ২০ রানে অপরাজিত ছিলেন। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলেন আসাদ শফিক । তার ধৈর্য্যশীল ৮১ বলে ৪১ রানের ইনিংসটি জয়ের ভিত গড়ে দেয় পাকিস্তানকে।

ম্যাচের সবচেয়ে সফল বোলার ব্রেট লি ২৮ রানে চার উইকেট নেন।

প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারায় অসিরা। উমর গুলের বল শেন ওয়াটসন (৯) মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উইকেটে আঘাত হানে। দ্বিতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন ব্রাড হ্যাডিন ও অধিনায়ক রিকি পন্টিং।

পন্টিংকে (১৯) উইকেটরক্ষক কামরান আকমলের ক্যাচে পরিণত করে দ্বিতীয় উইকেট জুটিতে ভাঙ্গন ধরান মোহাম্মদ হাফিজ। ব্যক্তিগত ৪২ রানে বিদায় নেন ব্রাড হ্যাডিনও। দলের ৯০ রানের মাথায় ওয়াহাব রিয়াজের বলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিনি।

অসিদের চতুর্থ উইকেটের পতন হয় ১১৭ রানে। উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে মিসবাহ উল হক ও কামরান আকমলের শিকার হন ক্যামেরন হোয়াইট (৮)। ১৩৪ থেকে ১৪৭ রানে যেতেই আরো তিনটি উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৩৪ রানে মাইকেল ক্লার্কের অফস্ট্যাম্প উড়িয়ে দেন আব্দুল রাজ্জাক। মাইক হাসিকে (১২) মিসবাহ’র ক্যাচ বানিয়ে বিদায় বলে দেন আব্দুর রেহমান। রাজ্জাকের বলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়ে বিনা রানেই মাইকেল জনসন প্যাভিলিয়নের পথ ধরেন।

১৬৯ রানে জেসন ক্রেজার (৭) উইকেটটি হারায় অসিরা। উমর গুলের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। সাত রান যোগ হতেই বোল্ড করে স্টিভেন স্মিথকে (২৫) ক্রিজ থেকে তুলে নেন শহীদ আফ্রিদি। একই রানে ব্রেট লিকে মিসবাহ’র তালুবন্দী করিয়ে অসি ইনিংস গুটিয়ে দেন পেসার গুল।

দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন ওপেনার ব্রাড হ্যাডিন।

গুল ৩০ রানে তিনটি উইকেট নেন। এছাড়া আব্দুল রাজ্জাক দুই উইকেট শিকার করেন।

এ জয়ে ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই কোয়ার্টার ফাইনাল খেলবে পাকিস্তান। সমান ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পয়েন্ট ৯। রান রেটে লঙ্কানরা এগিয়ে থাকায় গ্রুপে অসিদের অবস্থান তৃতীয়।

পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, আসাদ শফিক, ইউনিস খান, মিসবাহ উল হক, উমর আকমল, আব্দুল রাজ্জাক, শহীদ আফ্রিদি, আব্দুর রহমান, উমর গুল ও ওয়াহাব রিয়াজ।

অস্ট্রেলিয়া দল: শেন ওয়াটসন, ব্রাড হ্যাডিন, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, ক্যামেরন হোয়াইট, মাইকেল হাসি, স্টিভেন স্মিথ, মিচেল জনসন, ব্রেট লি, জেসন ক্রেজা ও শন টেইট।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।