ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ইংল্যান্ড দলে ডার্নবাচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

নয়াদিল্লি: হ্যামস্ট্রিং চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে পড়া আজমল শেহজাদের পরিবর্তে পেসার জেড ডার্নবাচকে দলে নিচ্ছে ইংল্যান্ড।

২৪ বছরের এই সারে পেসার বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কর্তৃক চার দিনের আঞ্চলিক টুর্নামেন্টে ইংল্যান্ড লায়ন্সের হয়ে সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন ডার্নবাচ।

তাকে দলে প্রয়োজনীয় সম্পর্কে নির্বাচক জিওফ মিলার বলেন,“আমরা মাঝে মাঝেই তার অগ্রগতি দেখছি। সে খুবই প্রতিভাবান একজন অ্যাথলেট। লায়ন্সের হয়ে ওয়েস্ট ইন্ডিজেও ভালো করছে। আমাদের মনে হচ্ছে তার বোলিং বৈচিত্র্য খুবই কাজে দেবে যদি আমরা কোয়ার্টার ফাইনালে উন্নীত হতে পারি। ”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাটকীয় জয়ের পর শীর্ষ আটে ওঠার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। তবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ-ভারত ম্যাচের ওপরই ইংলিশদের কোয়ার্টার ফাইনালে খেলা নির্ভর করছে। তবে প্রোটিয়াসরা বাংলাদেশকে হারালে পরবর্তী রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে ইংল্যান্ডের।

কবাংরাদেশ সময়:২০২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।