ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

ঢাকা: ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস সফর শেষে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে। তবে দলের সঙ্গে ফেরেননি সাকিব ও আশরাফুল।




বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টায় ক্রিকেট দল শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে।

বিমান বন্দরে দলে অধিনায়ক মাশরাফি বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে বিজয় আমাদের আনন্দ দিয়েছে। কিন্তু আয়ারল্যান্ড ও নেদারলেন্ডসের সঙ্গে পরাজয় আমাকে খুবই কষ্ট দিয়েছে। আমি এ পরাজয় মেনে নিতে পারছি না। ’

তবে দলের পারফরমেন্সে খুশি কোচ জেমি সিডন্স। তিনি বলেন, ‘আমি হতাশ নই। আমি সাফল্যকে বড় করে দেখছি। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে পরাজয় খুব বড় কোন ঘটনা না। ’

হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোচ বলেন, ‘দুটি ম্যাচেই আমরা টসে হেরেছি। যার প্রভাব পড়েছে খেলায়। তা ছাড়া পিচ ও আউট ফিল্ড ভেজা থাকায় খেলোয়াররা মানিয়ে নিতে পারেনি। দলের টপ ওয়ার্ডারের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। ’

দলের সঙ্গে ফেরেনি সাকিব ও আশরাফুল। সাকিব কাউন্ট্রি খেলার জন্য ইংল্যান্ড রয়েগেছেন। আর আশরাফুল গেছেন বেড়াতে।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad