ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারালো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারালো শ্রীলঙ্কা

মুম্বাই: নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ (‘এ’) পর্বের অভিযান শেষ করেছে শ্রীলঙ্কা। শুক্রবার কুমার সাঙ্গাকারার শতকে ৯৬‘র চ্যাম্পিয়নরা ১১২ রানে হারায় কিউইদের।

এজয়ে ছয় ম্যাচে তাদের পয়েন্ট নয়। সমান খেলায় নিউজিল্যান্ডের পয়েন্ট আট।

শ্রীলঙ্কা: ২৬৫/৯ (৫০ ওভার)
নিউজিল্যান্ড: ১৫৩ (৩৫ ওভার)
ফল: শ্রীলঙ্কা ১১২ রানে জয়ী

জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় নিউজিল্যান্ড। দলের ৩৩ রানের মধ্যে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে জয়াবর্ধনের হাতে ধরা পড়েন ব্রেন্ডন ম্যাককালাম (১৪)। অন্যওপেনার মার্টিন গুপটিলকে (১৩) এলবিডব্লু’র ফাঁদে ফেলেন নুয়ান কুলাসেকারা।

প্রতিরোধ গড়েন রস টেলর ও জেসি রাইডার। তৃতীয় উইকেটে এ জুটিতে আসে ৪৯ রান। ব্যক্তিগত ১৯ রানে অজন্তা মেন্ডিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রাইডার। টেলরকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি কেন উইলিয়ামসন। মুলারিধরণের বলে উইকেটরক্ষক সাঙ্গাকারার হাতে ক্যাচ দেন এই ব্যাটসম্যান। বিদায়ের আগে নামের পাশে যোগ করেন ৫ রান। দলের রান তখন ৮৮।

দলের বিপর্যয়ে শেষপর্যন্ত রানের চাকা সচল রাখতে পারেননি ভারপ্রান্ত অধিনায়ক টেলর। মুরালির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। বিদায়ের আগে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৩ রান করেন।

এরপরই শুরু হয় ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিল। এদিন জ্বলে উঠতে পারেননি স্কট স্টাইরিসও। মুরালির হাতে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন স্টাইরিস (৬)। শেষপর্যন্ত ১৫৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তখনো বাকি ছিলো ৯০ বল।

চারটি উইকেট নেন মুত্তিয়া মুরালিধরন। এজন্য তিনি খরচ ২৫ করেন। দুটি উইকেট নেন অজন্তা মেন্ডিস। এছাড়া একটি করে উইকেট নেন নুয়ান কুলাসেকারা, আঞ্জেলো ম্যাথুস ও তিলকরত্নে দিলশান।

এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দলের ১৩ রানের মাথায় রান আউট হন ওপেনার উপুল থারাঙ্গা (৩)। উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে টিম সাউদির থ্রোতে স্ট্যাম্পিং হন উপুল। দলীয় স্কোরে ৬ রান যোগ হতেই বিদায় নেন অন্যওপেনার দিলশান। একই বোলারের বলে ব্যক্তিগত ৩ রানে জ্যাকব ওরামের হাতে তালুবন্দী হন তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামাল দেন সাঙ্গাকারা ও মাহেলা জয়বার্ধনে। এ জুটিতে আসে ১৪৫ রান। টিম সাউদির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন মাহেলা জয়াবর্ধনে (৬৬)। ছয়টি চারের মার ছিলো তার ইনিংসে।

কুশলী ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন সাঙ্গাকারা। নাথান ম্যাককালামের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে পূর্ণ করেন শতক। ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১১ রান করেন লঙ্কান অধিনায়ক। দলের রান তখন ২১০। পরের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি।

মাত্র ২৯ রান তুলতেই চার উইকেট হারায় শ্রীলঙ্কা। স্কট স্টাইরিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন থিলান সামারাবীরা (৫)। নাথান ম্যাককালামের হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চামারা সিলভা (৩)। সাউদির বলে নুয়ান কুলাসেকারা ও জ্যাকব ওরামের বলে আউট হন লাসিথ মালিঙ্গা। শেষপর্যন্ত অ্যাঞ্জেলো ম্যাথুসের অপরাজিত ৪১ রানের সুবাদে নয় উইকেট হারিয়ে ২৬৫ রান তুলতে সমর্থ হয় শ্রীলঙ্কা।

৬৩ রান দিয়ে তিনটি উইকেট নেন টিম সাউদি। এছাড়া দুটি উইকেট নেন নাথান ম্যাককালাম।

শ্রীলঙ্কা দল: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), উপুল থারাঙ্গা, তিলকরত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, থিলান সামারাবীরা, চামারা সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, নুয়ান কুলাসেকারা, মুত্তিয়া মুরালিধরন, লাসিথ মালিঙ্গা ও অন্তজা মেন্ডিস।

নিউজিল্যান্ড দল: রস টেলর (অধিনায়ক), মার্টিন গুপটিল, ব্রেন্ডন ম্যাককলাম, জেসি রাইডার, কেন উইলিয়ামসন, স্কট স্টাইরিস, জেমস ফ্রাঙ্কলিন, নাথান ম্যাককালাম, জ্যাকব ওরাম, টিম সাউদি ও হামিশ বেনেট।

বাংলাদেশ সময়:১৫০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।