ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

অসম্ভবকে সম্ভব করলেন মার্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
অসম্ভবকে সম্ভব করলেন মার্শ ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের চতুর্থ ম্যাচে চরম নাটকীয়তার পর ছয় উইকেটে শেষ বলে জয় পেল পার্থ স্কোচার্চ। শেষ দুই বলে অস্ট্রেলিয়ার দলটির প্রয়োজন ছিল ১২ রান।

স্ট্রাইকে ছিলেন মিচেল মার্শ। তবে অনেকটা অসম্ভবকে সম্ভব করে শেষ পর্যন্ত দুটি ছয় মেরে জয় তুলে নিলেন মার্শ।

এর আগে টসে জিতে নির্ধারিত ২০ ওভার শেষে ডলফিনস করে ১৬৪ রান। সাত উইকেট হারিয়ে তাদের এ সংগ্রহ দাঁড়ায়।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে মিডল অর্ডারে নামা খাজা জোন্দোর ব্যাট থেকে। ৫০ বলে ৭টি চারের সাহায্যে তিনি ৬৩ রান করে অপরাজিত থাকেন।

এছাড়া ২২ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন কেশব মহারাজ। ১৪ বলে ২১ রান করেন ড্যারেন স্মিথ। আর ৬ বলে দুটি ছক্কা হাঁকিয়ে ১৫ রান করে অপরাজিত থাকেন ফ্রাইলিঙ্ক।

পার্থ স্কোচার্চের হয়ে তিনটি উইকেট নেন বেহেরনডর্ফ। আর দুটি করে পান প্যারিস ও ইয়াসির আরাফাত।

১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে নাটকীয় জয় তুলে নেয় পার্থ।

ব্যাটিংয়ে নেমে পার্থের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনিংয়ে নামা ক্রেইগ সিমন্স। ৩৬ বলে ৫টি চার আর ২টি ছয়ে তিনি করেন ৪৮ রান।

এছাড়া ৬টি চার ও ১টি ছয়ে ৩২ বলে ৪৫ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান হোয়াইটম্যান। আর দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন ২৬ বলে ৩টি চার আর শেষ দুই বলে দুটি ছয় হাঁকানো মিচেল মার্শ। ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি।

চার উইকেট হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয় অ্যাডাম ভোজাসের দল।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।