bangla news

ক্রিকেট দেবতার দ্বারস্থ হলেন কোহলি

2121 |
আপডেট: ২০১৪-০৯-২০ ৫:৫৩:০০ এএম
শচিন টেন্ডুলকার ও বিরাট কোহলি

শচিন টেন্ডুলকার ও বিরাট কোহলি

ইংল্যান্ড সফরে ব্যর্থতার পরিচয় দিয়ে নিজেকে আবারো খুঁজে ফিরছেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। নিজের ব্যাটিংয়ের ভুল শুধরে নিতে এবার তিনি শরনাপন্ন হয়েছেন ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকারের।

ঢাকা: ইংল্যান্ড সফরে ব্যর্থতার পরিচয় দিয়ে নিজেকে আবারো খুঁজে ফিরছেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। নিজের ব্যাটিংয়ের ভুল শুধরে নিতে এবার তিনি শরনাপন্ন হয়েছেন ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকারের।

ইংল্যান্ডের সফরের পর কোহলির ব্যাটিং নিয়ে কম সমালোচনা হয়নি। সফরে টেস্টে কোহলির ব্যাটিং গড় মাত্র ১৩.৪০, আর ওয়ানডেতে এ গড় মাত্র ১৮। পুরো ইংল্যান্ড সফরে একটি মাত্র হাফ-সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে।

ব্যর্থতা কাটিয়ে রানে ফিরতে তাই ভারতীয় ক্রিকেট দেবতার দ্বারস্থ হয়েছেন দিল্লির এ ডানহাতি ব্যাটসম্যান।

শচিনের ত্বত্তাবধানে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের ইনডোরে ঘাম ঝড়াচ্ছেন কোহলি। বৃহস্পতিবারও তিনি কয়েক ঘন্টা ব্যাটিং প্রাকটিস করেছেন শচিনের সঙ্গে থেকে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-09-20 05:53:00