bangla news

চ্যাম্পিয়ন্স লিগে অনিশ্চিত জনসন

1075 |
আপডেট: ২০১৪-০৯-১৭ ৫:৩২:০০ এএম
মিচেল জনসন

মিচেল জনসন

চ্যাম্পিয়ন্স লিগে কিংন ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসনের। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়, সম্প্রতি জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় সিরিজের পর থেকে পাঁজরের সমস্যায় ভুগছেন জনসন।

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগে কিংন ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসনের।

ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়, সম্প্রতি জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় সিরিজের পর থেকে পাঁজরের সমস্যায় ভুগছেন জনসন। আর পাঞ্জাবের হয়ে খেলাটা নির্ভর করছে তার আগামী কয়েকদিনের চিকিৎসার উপর।

সিএর ফিজিও অ্যালেক্স কোনটোরিস জানান, ‘জিম্বাবুয়ে সফরের পর থেকে জনসন পাঁজরের ব্যাথা অনুভব করছেন। নিয়মিত চিকিৎসা চালালে তার এই সমস্যার সমাধান হবে। তবে সে পুরোপুরি সুস্থ হতে এক সপ্তাহের মত লাগতে পারে।’

আইপিএল ২০১৪ মৌসুমে পাঞ্জাবের হয়ে ১৪ ম্যাচে ২৬.১১ গড়ে ১৭ টি উইকেট পেয়েছিলেন জনসন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘন্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-09-17 05:32:00