bangla news

আফগানদের নতুন কোচ মোলস

1715 |
আপডেট: ২০১৪-০৯-০৪ ৫:০৮:০০ এএম
অ্যান্ডি মোলস

অ্যান্ডি মোলস

সাবেক নিউজিল্যান্ড কোচ অ্যান্ডি মোলসকে আফগানিস্তানের নতুন কোচ করা হয়েছে। গত মঙ্গলবার নিয়মিত কোচ কবির খান পারিবারিক কারণে পদত্যাগ করলে তার পরিবর্তে মোলসকে কোচের দায়িত্ব দেওয়া হয়।

ঢাকা: সাবেক নিউজিল্যান্ড কোচ অ্যান্ডি মোলসকে আফগানিস্তানের নতুন কোচ করা হয়েছে। গত মঙ্গলবার নিয়মিত কোচ কবির খান পারিবারিক কারণে পদত্যাগ করলে তার পরিবর্তে মোলসকে কোচের দায়িত্ব দেওয়া হয়।

সাবেক এই ওয়ারউইকসায়ার ব্যাটসম্যান এর আগে আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন। এ বছরের জুনে তাকে এই পদে রাখা হয়েছিল।

কোচ হিসেবে মোলস দলকে নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করবেন। আগামী বছর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি ম্যাচ খেলবে আফগানরা। এই ম্যাচ গুলো হবে কয়েকটি রাজ্য ও স্থানীয় অঞ্চলের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘন্টা , ৪ সেপ্টেম্বর ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-09-04 05:08:00