ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১১
শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার পয়েন্ট ভাগাভাগি

কলম্বো: বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি। টস জিতে লঙ্কানরা ব্যাট করতে নামার পর খেলা হয় ৩২.২ ওভার।

এরপরই বৃষ্টি। শেষপর্যন্ত দুই দলকে এক পয়েন্ট করে দিয়ে ম্যাচের ইতি ঘোষণা করেন অ্যাম্পায়াররা।
 
বৃষ্টি বাগড়া দেওয়ার আগে ব্যাটেবলের লড়াই ভালোই জমিয়েছিলো দুই দল। প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলের ৬ রানের মধ্যে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। শন টেইটের বলে ক্যামরন হোয়াইটের হাতে ধরা পড়েন ওপেনার তিলকরত্নে দিলশান (৪)। ব্রেট লির বলে আউট হন অন্যওপেনার উপুল থারাঙ্গা (৬)। লির বল উড়িয়ে মারতে গিয়ে উপুল ক্যাচ দেন স্মিথের হাতে।

কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন সাঙ্গাকরা ও জয়াবর্ধনে। তবে মাহেলা জয়াবর্ধনে (২৩) রান আউট হওয়ার সঙ্গে সঙ্গে থেমে যায় প্রতিরোধ। কিন্তু কুমার সাঙ্গাকারা ও সামারাবীরা দারুণ জবাব দিচ্ছিলেন অসি পেসারদের। ৭৩ রানে অপরাজিত ছিলেন সাঙ্গাকারা আর সামারাবীরা অপরাজিত থাকেন ৩৪ রানে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।