ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১১

আহমেদাবাদ: দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল ও ব্রেন্ডন ম্যাককুলামের ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩.৩  ওভারেই লক্ষ্যে পৌঁছে কিউইরা।



জিম্বাবুয়ে: ১৬২/১০ (৪৬.২ ওভার)

নিউজিল্যান্ড: ১৬৬/০ (৩৩.৩ ওভার)

ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।

১০৮ বলে সাতটি চার ও দুই ছক্কায় ৮৬ রান করেন গুপটিল। অপরদিকে ম্যাককুলাম ৬টি চার ও দুই ছক্কায় ৯৫ বলে করেন ৭৬ রান। ।

এরআগে টিম সাউদি ও কাইল মিলসদের মারাত্মক বোলিংয়ে ৪৬.২ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।  

মোতেরার সরদার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। মাত্র দুই রানেই চার্লস কভেন্ট্রিকে (০) রান আউটের ফাঁদে ফেলে ধসের সূচনা হামিশ বেনেটের। একপর্যায়ে ৪৬ রানেই পাঁচ ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। একে একে বিদায় নেন টাটেন্দা টাইবু (৮), ক্রেগ আরভিন (১১), এল্টন চিগাম্বুরা (১) ও রেগিস চাকাভা (০)।

ব্রেন্ডন টেইলর ও গ্রেগ ল্যাম্ব কিছুটা প্রতিরোধ  গড়ার চেষ্টা করেছিলেন। ষষ্ঠ উইকেট জুটিতে ৪০ রান যোগ করে এই দুই ব্যাটসম্যান। টেইলরকে এলবিডব্লিউ করে এই জুটিতে ভাঙ্গন ধরান স্কট স্টাইরিস। তিন রান বাদেই রান আউট হয়ে দলের বিপদ ঘনীভূত করেন ল্যাম্ব।

দলীয় ১২২ রানে অষ্টম উইকেটের পতন হয়। কাইল মাইলসের বলে উইকেটরক্ষক ব্রেন্ডন ম্যাককুলামের হাতে ক্যাচ তুলে দেন গ্রায়েম ক্রেমার। ব্যক্তিগত ১১ রানে নবম ব্যাটসম্যান রেমন্ড প্রাইসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টিম সাউদি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানেই ইনিংস খেলেন উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। এছাড়া উতসেয়ার ব্যাট থেকে আসে ৩৬ রান।

২৯ রানে তিন উইকেট নেন টিম সাউদি। এছাড়া দুটি করে উইকেট নেন কাইল মিলস ও ড্যানিয়েল ভেট্টরি।

ম্যাচ সেরা হন মার্টিন গুপটিল।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।