ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

সহজ জয় ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১১
সহজ জয় ওয়েস্ট ইন্ডিজের

ঢাকা: এ বিশ্বকাপের সবচেয়ে কম স্কোর ৫৮। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবউইকেট হারিয়ে এ রান তুলেছে বাংলাদেশ।

হেসেখেলেই জিতেছে ক্যারিবিয়রা। শুক্রবার তারা স্বাগতিকদের হারিয়েছে নয় উইকেটে।

বাংলাদেশ: ৫৮ (১৮.৫ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ৫৯/১ (১২.২ ওভার)
ফল: ওয়েস্ট ইন্ডিজ নয় উইকেটে জয়ী

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ক্রিস গেইলের ৩৬ ও ড্যারেন ব্রাভোর  ৯ রানের সুবাদে ছোট লক্ষ্য টপকে যায় ড্যারেন স্যামির দল। মাঝে একটি উইকেট হারায় ক্যারিবিয়রা। ওপেনার ডেভন স্মিথ সরাসরি বোল্ড হন নাঈম ইসলামের বলে।  

এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শিবির। তবে ব্যাট করতে নেমে হোঁচট খায় সাকিব বাহিনী। দলের ও ব্যক্তিগত শূন্যে রানে আউট হন তামিম। এ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক ম্যান কেমা রোচের বলে স্লিপে ক্যাচ দেন মারকাটারি এই ব্যাটসম্যান।

তামিমের পর উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল কায়েস। দলের রান তখন ১৬। ড্যারেন সামির বল খেলবেন না ছাড়বেন সিদ্ধান্ত নিতে না পারায় খেসারাত দেন ইমরুল (৫)। উইকেটরকক্ষ মুশফিকুর রহিম একই বোলারের ফাঁদে পড়েন ব্যক্তিগত শূন্য রানে। স্যামির বল মারতে গিয়ে ধরা পড়েন রামনরেশ সারওয়ানের হাতে।

রানের চাকা সচল রাখা জুনায়েদ সিদ্দিকীও বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। কেমা রোচের বলে এলবিডব্লু’র ফাঁদে পড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাজঘরে ফেরার আগের চারটি চারের সাহায্যে ২৫ রান করেন।

দলের বিপদে যারা ব্যাট সবসময়ই হাসে তিনিও উড়ে গেলেন ক্যারিবিয় পেসের দাপটে। সুলেমান বেনের বলে সরাসরি বোল্ড হন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। যার নেতৃত্বে ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে ৪-০ তে ধবলধোলাই করেছে বাংলাদেশ। অল-রাউন্ডার সাকিব ফিরে গেছেন ব্যক্তিগত ৮ রানে।

ব্যাটসম্যানের যাওয়া-আসার মিছিলে এর পর যোন দেন রকিবুল হাসান। ক্যারিবিয় অধিনায়কের তৃতীয় শিকার হয়ে দলকে ঠেলে দেন আরও বিপদের দিকে। অবশ্য আউট হওয়ার আগে নামের পাশে যোগ করেছেন ৪ রান।

এরপর নাঈম ইসলাম (১), মোহাম্মদ আশরাফুল ১১ ও শফিউল ইসলাম ১ রানে আউট হলে ৫৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন সামি (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, সুলেমান বেন, শিবনায়ান চন্দরপল, ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, নিকিতা মিলার, কেমার রোচ, ডেভন থমাস, রামনরেশ সারওয়ান ও ডেভন স্মিথ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।