ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

পাঠানের প্রিয় পাখি টিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১১

নয়াদিল্লি: প্রকৃতি প্রেমীরা খবরটা শুনে বিরক্ত হতে পারেন। এতে কিছু যায় আসে না ভারতের মারকাটারি ব্যাটসম্যান ইউসুফ পাঠানের।

ছোট বেলা থেকে পছন্দ করেন টিয়া পাখি। তাই বিভিন্ন স্থান থেকে শখের টিয়া সংগ্রহ করে নিজের বাড়িতে গড়ে তুলেছেন পাখিরনীড়।

ডেইলি মিড ডে পত্রিকাকে এক সাক্ষাৎকারে ইউসুফ বলেন,“শিশু বয়স থেকেই আমি টিয়া পছন্দ করি। আমার কাছে বিভিন্ন রকমের টিয়া আছে। তবে এতো দিন আমেরিকান টিয়া ছিলো না। এখন আছে। এজন্য আমি খুব খুশি। ”

দুটি ধূসর রঙের টিয়া কিনতে সম্প্রতি তিনি খরচ করেছেন সত্তর হাজার ভারতীয় রূপি। টিয়া পালনের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ থেকে অনুমতিও নিয়েছেন ২৮ বছর বয়সী পাঠান।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।