ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ইমরান খানের গাড়িবহরে গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
ইমরান খানের গাড়িবহরে গুলি ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের কিংবদ্বন্তি ক্রিকেটার ইমরান খানের গাড়িবহর লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে।

সরকার বিরোধী ৠালীর নেতৃত্ব দেওয়া পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরানকে বহন করা গাড়িটির ক্ষতি হলেও অক্ষত রয়েছেন তিনি।



সরকার বিরোধী একটি ৠালী নিয়ে ইমরান রাজধানীর উদ্দেশে যাত্রা করলে গুজরানওয়ালা নামক স্থানে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বর্তমানে রাজনীতির ময়দানে বড় এক বিজ্ঞাপন। তিনি ১৯৯৬ সালের এপ্রিলে পাকিস্তানি রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠিত করেন। এ দলটির বর্তমান চেয়ারম্যানও ইমরান।

ইমরান পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন ৮৮টি। টেস্টে ৬টি শতক আর ১৮টি অর্ধশতক নিয়ে তার মোট রান ৩,৮০৭। ২৩ বার পাঁচ উইকেট নিয়ে তিনি টেস্টে মোট উইকেট নিয়েছেন ৩৬২টি।

আর ওয়াডেতে ১৭৫ ম্যাচ খেলে তিনি রান করেছেন ৩,৭০৯। যার মধ্যে রয়েছে ১টি শতক আর ১৯টি অর্ধশতক। ওয়ানডেতে এ অল-রাউন্ডারের উইকেট সংখ্যা ১৮২টি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।