ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

র‌্যাংকিংয়ে সাকিব নেমে গেছেন তিনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
র‌্যাংকিংয়ে সাকিব নেমে গেছেন তিনে

ঢাকা: আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট অল রাউন্ডার র‌্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছেন সাকিব আল হাসান। টাইগার অল রাউন্ডার এখন আছেন তিন নম্বরে।

অপরদিকে আবারো টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে উঠে এলেন শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা।

সাকিব সর্বশেষ টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ফেব্রুয়ারিতে। তারপরও বেশ কিছুদিন টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই নম্বরে ছিলেন দেশ সেরা এ অল-রাউন্ডার।

এবার তাকে টপকে দুই নম্বরে চলে এসেছেন দ. আফ্রিকার ভারনন ফিল্যান্ডার। সাকিবের অর্জিত রেটিং পয়েন্ট ৩৬৪ আর ফিল্যান্ডারের ৩৬৫। এ ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন প্রায় আট মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৩৭২।

সাকিব ওয়ানডে অল-রাউন্ডারের র‌্যাংকিংয়ে রয়েছেন দুইয়ে। শীর্ষে রয়েছেন পাকিস্তানি মোহাম্মদ হাফিজ। ওয়ানডে অল-রাউন্ডারের ক্যাটাগরিতে সাকিবের অর্জিত রেটিং পয়েন্ট ৩৭১, যেখানে হাফিজের ৪১৭।

গল টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২২১ রানের অনবদ্য এক ইনিংস খেলার পর দ. আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে টপকে টেস্টের ব্যাটসম্যান ক্যাটাগরিতে এক নম্বরে উঠে এসেছেন সাঙ্গাকারা। আর টেস্ট ক্রিকেটে সেরা বোলিং তালিকায় শীর্ষে আছেন দ. আফ্রিকার ডেল স্টেইন।

ওয়ানডেতে ব্যাটিংয়ের শীর্ষ স্থানে রয়েছেন ডি ভিলিয়ার্স। দুইয়ে ভারতের বিরাট কোহলি। আর বোলিংয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের সাঈদ আজমল।

টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, দুইয়ে কোহলি। বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। টি-টোয়েন্টিতেও হাফিজের পরে সাকিবের অবস্থান অল-রাউন্ডারের তালিকায়।

মহিলাদের টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের সালমা খাতুন। তিনি মহিলা টি-টোয়েন্টির অল-রাউন্ডারের তালিকায় রয়েছেন তিনে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১২ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad