ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট ম্যাচে লংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা শতক হাঁকিয়ে ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে একদিক দিয়ে ছাড়িয়ে গেলেন।

গল টেস্টের তৃতীয় দিন শতক হাঁকানো সাঙ্গাকারার এখন শতকের সংখ্যা ৩৬ থেকে বেড়ে দাঁড়ালো ৩৭-এ।

যেখানে ১৩২৮৮ রান করা দ্রাবিড়ের টেস্ট শতক আছে ৩৬টি। ১০২ রানে চলতি টেস্টে অপরাজিত রয়েছেন সাঙ্গা।

বাহাতি এ ব্যাটসম্যানের উপরে এখন রয়েছে আরো তিনজন। শীর্ষে রয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট শচিন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট ঈশ্বরের টেস্টে ১৫৯২১ রানের পাশাপাশি শতক ৫১টি।

দ্বিতীয় অবস্থানে আছেন দ. আফ্রিকার অল-রাউন্ডার জ্যাক ক্যালিস। টেস্টে তার ১৩২৮৯ রানের পাশে রয়েছে ৪৫টি শতক। আর ১৩৩৭৮ রান করে ৪১টি শতক নিয়ে তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

৩৪টি করে টেস্ট শতক নিয়ে দ্রাবিড়ের পরে আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ৮ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।