ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সর্বোচ্চ গোলদাতা ওয়েডসন, অবনমিত বারিধারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
সর্বোচ্চ গোলদাতা ওয়েডসন, অবনমিত বারিধারা

ঢাকা: নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং উত্তর বারিধারারর ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামল। ২৭ রাউন্ডের লিগ শেষে রেকর্ড ৬৪ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আর লিগ থেকে রেলিগেশন দল উত্তর বারিধারা ক্লাব।

লিগ শেষে বারিধারার পয়েন্ট ২৭ ম্যাচে দুই জয়ে ১২। লিগের নিয়ম অনুযায়ী বারিধারাকে প্রথম বিভাগে নেমে যেত হল।

লিগের সর্বোচ্চ গোলদাতা চ্যাম্পিয়ন দলের ওয়েডসন। তিনি শেখ জামালের জার্সি গায়ে ২৬ গোল করেছেন। তবে অল্পের জন্য তিনি বাংলাদেশে লিগের সর্বোচ্চ  গোলের রেকর্ডটা স্পর্শ করতে পারলেন না। বাংলাদেশের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ২৭ গোলের রেকর্ড সালাম মুর্শেদির।

এছাড়া জামালের ডার্লিংটন করেছেন ২১ গোল, মুক্তিযোদ্ধার এমেকা ১৭, একই ক্লাবের সানডের ১৫ গোল। স্থানীয়দের মধ্যে মোহামেডানের ওয়াহেদ আহম্মেদ সবার উপরে রয়েছেন। তিনি করেছেন ১৫ গোল আর এক গোল কম করে শেখ রাসেলের মিঠুন চৌধুরীর ১৪ গোল।  

এক নজরে পয়েন্ট টেবিল:

ক্রমিক ও দলের নাম    ম্যাচ    জয়    ড্র পরাজয় পয়েন্ট
 
শেখ জামাল            ২৭    ১৯    ০৭    ০১    ৬৪
আবাহনী                ২৭    ১৪    ১০    ০৩    ৫২
মুক্তিযোদ্ধ              ২৭    ১৪    ০৭    ০৬    ৪৯
মোহামেডান            ২৭    ১২    ০৭    ০৬    ৫৪
ব্রাদার্স                  ২৭    ১০    ০৮    ০৯    ৩৮
শেখ রাসেল            ২৭    ০৮    ০৮    ১১    ৩২
টিম বিজেএমসি       ২৭    ০৮    ০৬    ১৩    ৩০
চট্টগ্রাম আবাহনী       ২৭    ০৬    ০৭    ১৪    ২৫
সকার ক্লাব             ২৭    ০২    ১২    ১৩    ১৮
বারিধারা ক্লাব          ২৭    ০২    ০৬    ১৯    ১২

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।