bangla news

কার্টুনে কার্টুনে বিশ্বকাপ

2737 |
আপডেট: ২০১৪-০৭-১৭ ১০:১৮:০০ পিএম

সম্প্রতি পর্দা নেমেছে ফুটবল বিশ্বকাপের জমজমাট বিংশ আসরের। ঘটনাবহুল এ বিশ্বকাপের রেশ এখনও ফুটবলপ্রেমীদের মন থেকে মুছে যায়নি। ফুটবলের বিস্ময়বালকের শেষ মুহূর্তের ব্যর্থতা, ইনজুরির কারণে পোস্টারবয়ের বিশ্বকাপ মিশন সমাপ্তি ও লুইস সুয়ারেজের কামড়কাণ্ড ছিল এবারের বিশ্বক‍াপের উল্লেখযোগ্য ঘটনা।

ঢাকা: সম্প্রতি পর্দা নেমেছে ফুটবল বিশ্বকাপের জমজমাট বিংশ আসরের। ঘটনাবহুল এ বিশ্বকাপের রেশ এখনও ফুটবলপ্রেমীদের মন থেকে মুছে যায়নি।

ফুটবলের বিস্ময়বালকের শেষ মুহূর্তের ব্যর্থতা, ইনজুরির কারণে পোস্টারবয়ের বিশ্বকাপ মিশন সমাপ্তি ও লুইস সুয়ারেজের কামড়কাণ্ড ছিল এবারের বিশ্বক‍াপের উল্লেখযোগ্য ঘটনা।

এছাড়া, গোল ও গোলরক্ষদের বিশ্বকাপ হিসেবে খ্যাত এবারের বিশ্বকাপে তারকাদের অসাধারণ গোল, ফুটবলবিশ্বে নতুন পরাশক্তির আবির্ভাব, স্পেন সাম্রাজ্যের পতনসহ অনেক কিছুই প্রত্যক্ষ করেছেন বিশ্বজুড়ে ফুটবলভক্তরা।

আর এসব কিছু উল্লেখযোগ্য মুহূর্তকেই কার্টুনে বেঁধে নিয়েছে লন্ডনভিত্তিক একটি সৃজনশীল সংস্থা।

এক পলকে দেখে নেওয়া যাক সেসব মুহূর্তের কার্টুনচিত্র।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-07-17 22:18:00