ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফুটবল

তুমিই আমার চ্যাম্পিয়ন: লুইজকে ৯ বছরের শিশুর চিঠি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
তুমিই আমার চ্যাম্পিয়ন: লুইজকে ৯ বছরের শিশুর চিঠি

ঢাকা: জার্মানির বিপক্ষে প্রথম সেমিফাইনালে ৭-১ গোলে শোচনীয় হারের পর ম্যাচের অধিনায়কত্বের দায়িত্বে থাকা ডেভিড লুইজকে অনেকে ধিক্কার জানিয়েছে। তবে নয় বছর বয়সী লুইজের এক শিশু ভক্ত তাকে সমবেদনা জানিয়ে চিঠি লিখেছে।

চিঠিতে এই শিশু লুইজকে ‘চ্যাম্পিয়ন’ বলেও উল্লেখ্য করে।

নয় বছর বয়সী এ শিশুটির নাম আনা লুজ। সে চিঠিতে যা লিখেছে সেটি বাংলানিউজের পাঠকদের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলঃ

“ হাই, ডেভিড লুইজ,

আমার নাম আনা লুজ।

আমি বিশ্বকাপে ব্রাজিলের সবগুলো খেলা দেখেছি। আর তোমাকে খেলতে দেখলে আমার দারুন ভাল লাগে। আমি মনে করি, তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। কারণ তুমি খুব ভাল খেলেছো এবং তুমি তোমার সাধ্যমতো ভাল কিছু করার চেষ্টা করেছো। তুমি একজন গ্রেট অধিনায়ক।

জীবনটা এমনই। কিছু সময় মানুষ হেরে যায়, আবার কিছু সময় জিতে। কিন্তু মানুষের প্রয়োজন হয় আনন্দ।

ডেভিড লুইজ, তুমিই আমার চ্যাম্পিয়ন। ”


চিঠিতে এই শিশু ভক্ত লুইজের একটি ছবিও এঁকে দিয়েছে। ছবিতে দেখা যায় লুইজের ঝাঁকড়া চুল এবং মুখে হাসি নিয়ে বিশ্বকাপ ট্রফি ধরে আছেন লুইজ।

হৃদয়ছোঁয়া শিশু ভক্তের এ চিঠি লুইজ তার ইন্সটাগ্রামে প্রকাশ করেন। তিনি চিঠির উত্তরও দিয়েছেন। তিনি উত্তরে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ প্রিন্সেস আনা লুজ, তোমার চিঠিটি আমার ভাল লেগেছে। ’

এছাড়া লুইজ প্রতিটি ব্রাজিলিয়ানকেও তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১২ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।