ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

আর্জেন্টিনা একক খেলোয়াড়ের দল: রোবেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
আর্জেন্টিনা একক খেলোয়াড়ের দল: রোবেন

ঢাকা: আর্জেন্টিনা একক খেলোয়াড়ের দল। এ কথা বলেছেন নেদারল্যান্ডসের অ্যারিয়েন রোবেন।

এই একক খেলোয়াড় বলতে তারকা খেলোয়াড় লিওনেল মেসিকেই বুঝিয়েছেন তিনি।

৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে হল্যান্ডের ‘পাওয়ার হাউজ’ বলে মনে করা হয়।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফ‍াইনালে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় সাও পাওলোতে গতবারের রানার্স আপ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে  এই বিশ্বকাপের ফেভারিট আর্জেন্টিনা।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের উইঙ্গার অ্যারিয়েন রোবেন বলেন, আর্জেন্টিনা একক খেলোয়াড়ের দল। সাবেলার দলে মেসি ছাড়া কেউ নেই!

মঙ্গলবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আর্জেন্টিনায় অনেক খেলোয়াড় আছে কিন্তু সব কিছই কেবল লিওনেল মেসি কেন্দ্রিক।

এদিকে সেমিফাইনালে নিজেদের খেলায় মেসিকে নিয়ে বিচলিত নন নেদারল্যান্ডসের স্টিফেন ডি ভ্রিজ। তিনি বলেন, ‘আমি কাউকে নিয়েই বিচলিত নই। এমকি মেসিকে নিয়েও। ’

২২ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, ব্যক্তিগতভাবে আমার নজর থাকবে তারউপর কিন্তু তাকে নিয়ে আমি ভীত নই। আসলে তার বিপক্ষে মাঠে নামতে পেরে বেশ আনন্দিত।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।