ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

ট্যাটুতে সুয়ারেজের কামড়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
ট্যাটুতে সুয়ারেজের কামড়

ঢাকা: উরুগুয়ের লুইস সুয়ারেজের ‘কামড়’ কাহিনী অনেকটা ঢাকা পড়েছে ‍ফিফার নিষেধাজ্ঞার কয়েকদিন পরেই। তবে ফুটবল পাগলদের মন থেকে একবারেই চলে যায়নি এই ঘটনা।



ইতালির গিরগিও চিয়েল্লিনিকে কামড়ে দিয়ে ফুটবল বিশ্বকে এক নতুন বিনোদন দিয়েছিলেন সুয়ারেজ। ইতালি-উরুগুয়ে ম্যাচে ঘটেছিল এ ঘটনা। এজন্য নয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সুয়ারেজ। চার মাস সব ধরনের খেলা থেকে বিরত থাকতে হবে তাকে।

আর এ ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ফুটবল প্রেমীরা তাদের শরীরে কামড়ের ট্যাটু আঁকছেন। শরীরে দাঁতের কামড়ের দাগ সম্বলিত আঁকা ট্যাটুতে লেখা রয়েছে ‘সুয়ারেজ আগেও ছিল’।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ৬ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।