ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

জুনিগাকে মেরে ফেলার হুমকী

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
জুনিগাকে মেরে ফেলার হুমকী

ঢাকা: গত শুক্রবার ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে জুয়ান জুনিগারের হাঁটুর জোরালো আঘাতে ইনজুরি আক্রান্ত হয়ে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের।

এরপর থেকেই জুনিগাকে নানা রকম হুমকি দিয়ে আসছে নেইমার ও ব্রাজিল ভক্ত-সমর্থকরা।

এমনকি তাকে মেরে ফেলার ভয়ও দেখানো হচ্ছে বলে জানান জুনিগা।

জুনিগা জানান, তাকে টুইটারে অনেকে এ ঘটনার জন্য দায়ী করে মেরে ফেলার হুমকী দিচ্ছেন। নেইমারের সমর্থকরা তাকে বর্ণবিদ্বেষী খেলোয়াড় বলেও মন্তব্য করছেন। তাকে  ‘বানর’ বলে সম্মোধন করছেন।

২৮ বছর বয়সী নাপোলির রাইট-ব্যাক জুনিগারের আঘাতে নেইমার তিন থেকে চার সপ্তাহ খেলতে পারবেন না বলে দলের চিকিৎসক জানান।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ৬ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।