ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

নেইমারের মতো তারকা নেই জার্মানির, মানেন পোডলস্কি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
নেইমারের মতো তারকা নেই জার্মানির, মানেন পোডলস্কি

ঢাকা: নেইমারের মতো তারকা জার্মানির নেই বলে মন্তব্য করেছেন দলটির অন্যতম সেরা ফরোয়ার্ড লুকাস পোডেলস্কি।

আগামী ৮ জুলাই জার্মানি-ব্রাজিলের সেমিফাইনালকে সামনে রেখে এ মন্তব্য করলেন তিনি।



পোডলস্কি বলেন, মেসি বা নেইমারের মতো আমাদের কোনো তারকা নেই, যার একার কোনো ম্যুভমেন্টই গোল আদায়ে সক্ষম। তবে আমাদের সংঘবদ্ধ আক্রমণ জার্মানিকে এবারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে সক্ষম বলেও বিশ্বাস করি আমি।

আর্সেনালের এ তারকা বলেন, যখন আমরা বিশ্বকাপ জয় করবো তখন আমরা বিশ্বের সেরা দল হবো। আর হেরে গেলে বিদায়।

এবারের বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইউরোপীয় কোনো দেশ হিসেবে দক্ষিণ আমেরিকায় শিরোপা জয়ের রেকর্ড গড়ার ইচ্ছা পোষণ করেন পোডেলস্কি।

বিষয়টি সহজ নয় উল্লেখ করে এ তারকা স্ট্রাইকার বলেন, ইতোমধ্যে ইউরোপের অনেক দেশের বিদায় হয়েছে।

ম‍াত্র দু’দিন আগে গতবারের চেয়ে এবার নিজেদের শক্তিশালী বলে মন্তব্য করেছিলেন জার্মান ফুটবল দলের স্ট্রাইকার থমাস মুলার।

আগামী ৮ জুলাই বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাও স্টেডিয়ামে সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে জার্মানি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad