ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

হারের জন্য রেফারিকে দুষলেন রদ্রিগেজ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
হারের জন্য রেফারিকে দুষলেন রদ্রিগেজ জেমস রদ্রিগেজ

ঢ‍াকা: কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের জন্য রেফারিকে দুষেছেন কলম্বিয়া ফুটবল দলের স্ট্রাইকার জেমস রদ্রিগেজ।  

রদ্রিগেজ বলেন, দুর্ভাগ্যবশত রেফারি ‍আমাদের পক্ষে ছিলেন না।

আমি মনে করি ম্যাচকে প্রভাবিত করেছেন রেফারি।

তিনি আরও বলেন, হারে আমরা দুঃখ পেয়েছি কারণ, আমাদের আরও দূর যাওয়ার ইচ্ছা ছিল। তবে ব্রাজিল খুবই ভালো দল।

তবে কলম্বিয়া শীর্ষ আটে পৌঁছানোয় গর্ব বোধ করেন রদ্রিগেজ। এছাড়া দেশবাসী সবসময় তাদের পাশে থাকায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

শুক্রবার ‍রাতে ফের্তালেজায় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে ২-১ গোলে হারে কলম্বিয়া। ওই ম্যাচে মাঠে মূল রেফারির ভূমিকা পালন করেন স্প্যানিশ রেফারি কার্লোস ভ্যালেসকো কার্বাল্লো।

বিশ্বকাপের এবারের আসরে সর্বাধিক ৬ গোল করে গোল্ডেন বুটের দৌঁড়ে এগিয়ে আছেন কলম্বিয়ার এ স্ট্রাইকার।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।