ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

কোস্টারিকাকে হালকাভাবে নিচ্ছেন না স্নেইডার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
কোস্টারিকাকে হালকাভাবে নিচ্ছেন না স্নেইডার

ঢাকা: ডাচ তারকা ওয়েসলি স্নেইডার মনে করেন কোস্টারিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খুব একটা সহজ হবে না। তারা কোস্টারিকানদের হালকা করে দেখছেন না বলেও জানান।



উরুগুয়ে, ইতালি ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলে নক আউট পর্বে উঠেছে কোস্টারিকা। দ্বিতীয় রাউন্ডে গ্রিসকে পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিশ্বমঞ্চ থেকে বিদায় করে দিয়েছে তারা।

৩০ বছর বয়সী স্নেইডার বলেন, ‘কোস্টারিকা শেষ আটে উঠেছে নিজেদের যোগ্যতার প্রমান দিয়ে। এর মানে তারা বিশ্বফুটবলের আটটি দেশের মধ্যে একটি দেশ। এখানে প্রতিটি ম্যাচে সবার জন্য সমান সুযোগ থাকে। ছোট কোনো ঘটনায় যেকোনো কিছুই এখানে ঘটে যেতে পারে। ’

কোস্টারিকার শক্তিমত্তা জেনে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক এ মিডফিল্ডার বলেন, ‘কোস্টারিকা দুই শীর্ষ ইউরোপীয়ান জায়ান্ট ইতালি এবং ইংল্যান্ডকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। তাদের সামর্থ্য আছে বিশ্বমঞ্চে টিকে থাকার। ’

তবে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী দেশের হয়ে ১০৩ ম্যাচ খেলা স্নেইডার। তিনি আরো বলেন, ‘আমি মনে করি আমরা একটি মিশনে এসেছি। আমরা এখানে আবহাওয়া বা রিও বিচের মতো কিছু উপভোগ করতে আসিনি। এখানে এসেছি শিরোপা জিততে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ৫ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।