ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সুখস্মৃতি নিয়ে ফ্রান্সের মুখোমুখি নাইজেরিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
সুখস্মৃতি নিয়ে ফ্রান্সের মুখোমুখি নাইজেরিয়া

ঢাকা: শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্সের বিপক্ষে প্রায় পাঁচ বছর আগের সুখস্মৃতি নিয়ে নকআউটের লড়াইয়ে মাঠে নামছে আফ্রিকান ‘সুপার ঈগল’ নাইজেরিয়া।

সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাসিলিয়ার এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে এ লড়াইয়ে নামবে দু’দল।



‘ডু অর ডাই’ লড়াইয়ে মাঠে নামার লক্ষ্যে ইতোমধ্যেই দল দু’টির চূড়ান্ত একাদশ ঘোষণা করা হয়েছে।

শিরোপার দাবিদার ফরাসিদের পক্ষে মাঠে নামছেন-লরিস (অধিনায়ক), দেবুচে, ইভ্রা, ভ্যারেনে, কাবাই, ভ্যালবুয়েনা, গিরোদ, করিম বেনজেমা, মাতুইদি, পোগবা ও কোসিয়েলনি।

অপরদিকে, সুপার ঈগলদের মধ্যে খেলছেন- ইনেয়িমা, যোবো (অধিনায়ক), অ্যামব্রোস, আহমদ মুসা, ওদেমউইঙ্গি, ইমেনিকে, মিকেল, মোসেস, অশ্বানিবা, ওনাজি ও ওমেরু।

এর আগে, দু‘দলের মাত্র একবার মুখোমুখি লড়াই হয়েছে। ২০০৯ সালের ২ জুনের সে লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া। সেইন্ট-ইটেইনেতে অনুষ্ঠিত ফিফার প্রীতি ওই ম্যাচে ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফরাসিদের ১-০ গোলে হারিয়েছিল সুপার ঈগলরা।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।