ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ডাচদের বিপদ কেটে গেছে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
ডাচদের বিপদ কেটে গেছে ছবি: সংগৃহীত

ঢাকা: হল্যান্ডের বিপক্ষে মেক্সিকো ২-১ গোলের ব্যবধানে হেরেছে। এর মাধ্যমে বিশ্বকাপে নিজেদের আধিপত্য বজায় রাখল কমলারা।

মেক্সিকোর সঙ্গে জয়ে হাফ ছেড়ে বেঁচেছেন ডাচ কোচ লুই ফন গাল।

তিনি এই জয়কে ‘বিপদ কেটে গেছে’ বলে উল্লেখ করেন। তবে হল্যান্ডের জয় নির্ধারণী শেষ মুহূর্তের পেনাল্টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।

এখন কোয়ার্টার ফাইনালে ডাচদের মুখোমুখি কোস্টারিকা।

ডাচ কোচ ফন গাল বলেন, আমরা বেঁচে গেছি এটা সত্য। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দেখিয়েছি।

পরের শনিবার কোয়ার্টার ফাইনালে সালভেদরে তার দল ফেবারিট বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের খেলোয়াড়রা খুব মডেস্ট, দলে টিম স্পিরিট আছে। তবে কোস্টারিকার বিরুদ্ধে জয় পাওয়া সহজ না হলেও নিজেদের ফেবারিট মানছি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।