ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

রদ্রিগেজ-মেসি-নেইমারদের ছাড়াবেন রোবেন-পার্সি!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
রদ্রিগেজ-মেসি-নেইমারদের ছাড়াবেন রোবেন-পার্সি! ছবি: সংগৃহীত

ঢাকা: সেরা আটে ওঠার লড়াইয়ে মাঠে নামছে টোটাল ফুটবলের নেদারল্যান্ডস। প্রতিপক্ষ গোলরক্ষকদের বিস্ময় গুইলেরমো ওচোয়ার মেক্সিকো।

বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় ফোর্তালেজার এস্তাদিও কাস্তেলাও স্টেডিয়ামে দু’দলের এ ‘ডু অর ডাই’ লড়াই শুরু হবে।

সেরা আট নিশ্চিত করার পাশাপাশি এ ম্যাচে ব্যক্তিগত অর্জনেরও সুযোগ থাকছে কমলা জার্সিধারীদের।

নিজেদের প্রথম দুই ম্যাচে ৩ গোল করে গোল্ডেন বুট জেতার দৌঁড়ে এগিয়ে গেছেন ডাচ অধিনায়ক রবিন ফন পার্সি। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড হজম করে তৃতীয় ম্যাচ খেলতে পারেননি তিনি। অপরদিকে তিন ম্যাচে সমান গোল করে অধিনায়কের সঙ্গে দৌঁড়াচ্ছেন উইঙ্গার অ্যারিয়েন রোবেন।

রোববারের এ ম্যাচে রোবেন ও পার্সিদের সামনে নিজেদের ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি মেসি-নেইমারদের ছাপিয়ে কলম্বিয়ার জেমস রদ্রিগেজকে ছুঁয়ে ফেলার সুযোগ থাকছে। এমনকি কেউ হ্যাটট্রিক করে ফেললে রদ্রিগেজকেও পিছিয়ে ফেলতে পারেন।

তবে, ডাচ অধিনায়ক ও উইঙ্গার নিজেদের সাফল্যের ডানায় আর কতো পালক যোগ করবেন সেটা ম্যাচেই দেখা যাবে।

তার আগে তারাও চোখ বুলিয়ে নিতে পারেন যে, গোল্ডেন বুট জেতার দৌঁড়ে কলম্বিয়ান উইঙ্গার রদ্রিগেজের (৫ গোল) পিছু পিছু রয়েছেন আর্জেন্টাইন বিস্ময়বালক লিওনেল মেসি (৪ গোল), ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার (৪ গোল), জার্মান তারকা থমাস মুলার।

তাদের পিছু পিছু ৩ গোল করে গোল্ডেন বুট জেতার ম্যারাথনে রয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা ও সুইজারল্যান্ডের জেরদান শাকিরি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।